.(cyanide toxin) সায়ানাইড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত পদার্থ সায়ানাইড এতটাই ভয়ংকার পদার্থ যে এর সাদ কেউ বুঝতে পাড়ার আগেই মৃত্যুবরণ করে একটি রিপোর্ট অনুযায়ী ২০১২ সালে ১২ জন মানুষের মৃত্যু হয়েছিল সায়ানাইড এর কারণে কিন্তু তার পরের বছরই ১০১৩ সালে ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল সায়ানাইড এর কারণে এমনটা কেন কারণ আমাদের জীবনে ব্যবহার করা খাবার এবং পানীয় এর ভিতরে সায়ানাইড পাওয়া যায় আর এই খাবার-দাবারের সাথে সায়ানাইড মানুষের শরীরে প্রবেশ করে এর কারণে ২০১৩ সালে ৩০০ মানুষ মৃত্যুবরণ করেছিল আপনাদেরকে জানিয়ে দেই আপেলের বিচিতে সায়ানাইড পাওয়া যায়
১গ্রাম আপেলের বিচিতে 0.06 থেকে 0.24 মিলিগ্রাম পর্যন্ত সায়ানাইড থাকে যদি কেউ জেনেশুনে 0.5 থেকে 3.5 মিলিগ্রাম আপেলের বিচি খেয়ে ফেলেন তাহলে তার মৃত্যু নিশ্চিত।