সবচেয়ে ভয়ংকর এবং রহস্যময় স্হানের নাম নির্দিষ্ট করে বলা যায় না, কেননা এমন অনেক জায়গা আছে যেখানে আজও মানুষের পায়ের স্পর্শ পড়েনি৷ তবে গভীর বঙ্গোপসাগরে একটা জায়গা আছে, যার নাম "সোয়াচ অব নো গ্রাউন্ড" অর্থাৎ, "যার কোনো তল নেই"
পৃথিবীর সর্ববৃহৎ ১০ টি সমুদ্রখাতের মধ্যে এটি একটি। ইংরেজরা সর্বপ্রথম এর সন্ধান পান এবং এর নামকরণ করেন "সোয়াচ অব নো গ্রাউন্ড"। বঙ্গোপসাগরের গভীরে যাওয়া জেলেদের মাঝে এমন একটা কথা প্রচলিত আছে যে "ইংরেজরা সমুদ্র পথে স্বর্ণ বোঝাই জাহাজ নিয়ে আসার পথে ঝড়ের কবলে পরে এইখানে জাহাজটি ডুবে যায়" এবং তারা মনে করেন এই গভীর সমুদ্র খাদে গুপ্তধন আছে