আসলে পুরুষ মশা কাউকে ই কামড় দেয় না। কামড় দেয় মূলত স্ত্রী মশা। মশকির ডিম পরিস্ফুটন এর সময় উষ্ণ রক্তের দরকার হয়।
তাই স্ত্রী মশা গুলো উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীকে কামড়য় এবং রক্ত খায়। মানুষ ছাড়াও গরু, ছাগল, ভেড়া ইত্যাদি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী।
তাই এদের সবাইকে ই মশা কামড় দেয়।