Abu Sayed: মানুষ প্রেমে পরে তার জৈবিক কার্যক্রমের অংশহিসেবে। পুরোটাই হরমোন ঘটিত ব্যাপার। গবেষক দল বলছেন যে, কিসপেপটিন নামক আমাদের মস্তিষ্কের এক ধরণের হরমোন বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আকর্ষণের বিষয়টি নিয়ন্ত্রণ করে। যখন এই হরমোন নিসরিত হয় আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করি। আর একারণেই মানুষ প্রেমে পড়ে। source:quora