আসলে আমরা মানুষরা সবসময় মানসিক প্রশান্তি খুঁজি, যার কাছে আমরা তা একটু পেয়ে যায়,তাকেই আমরা ভালোবাসি এইটা ভাবতে থাকি। ফিজিক্যাল রিলেশন করা বিকৃত মস্তিষ্কের সাথে সংগতিপূর্ণ কিনা এইটা ডিপেন্ড করবে ২ টা বেস এর উপর, (১) বৈধ্য সম্পর্ক কিনা, (২) অবিবাহিত অবস্থায় ছেলে মেয়েরা ফিজিক্যাল সম্পর্কে জড়ালে।
প্রথমত, বৈধ্য সম্পর্কতে তো এইটা ইসলাম হালাল বলেই দিয়েছে, সুতরাং এখানে বিকৃত মস্তিষ্কের সাথে কোন সংগতি নেই।
কিন্তু ২য় বিষয়টির সাথে অনেকগুলো বিষয় উঠে আসে, (১) পারিবারিক শিক্ষা, (২) মাদকাসক্ত কিনা, কিংবা (৩) পর্যাপ্ত পরিমাণ ম্যাচিউর কিনা।
আমার মনে হয়, কোন ভালো ফ্যামিলির ম্যাচিউওর ছেলে মেয়েরা এইসব ফিজিক্যাল সম্পর্কে জড়াতে পারেনা, মাদকাসক্তি থেকে কিংবা পর্ণ আসক্তি থেকেই দেহে এইসব উদ্দীপনাময় ডোপামিন হরমোন নিঃসরণ করে ফেলে অপ্রয়োজনীয় ভাবে। এইসব বাজে অভ্যাসের ফলে তাকে বলায় যেতে পারে যে সে ব্যক্তির মানসিক বিকৃতি আছে, কিন্তু একইভাবে মানশিক বিকৃতি আর উক্ত বিষয়ের মানসিক বিকৃতি একই বিকৃতি নয়, একটি হলো দৈহিকগত ভাবে মানশিক বিকৃতি আর অন্যটা আচরণগতভাবে মানশিক বিকৃতি!
ধন্যবাদ আপনাকে!