অনেক জায়গায় গেলে মনে হয়, আগেও এসেছি। কেন এমন হয়?
ব্যাপারটাকে বলে দেজা ভ্যু। অনেক ক্ষেত্রেই কোনও জায়গায় গেলে মনে হয়, ‘‘এখানে আগেও এসেছি।’’ কাউকে দেখলে মনে হয় ‘‘এঁকে আগেও দেখেছি।’’ বিষয়টি ঠিক কী?
'দে জা ভ্যু’ শব্দটি ফরাসি। এর অর্থ ‘আগেই দেখা হয়ে গিয়েছে’। শুনতে অবিশ্বাস্য লাগলেও, পৃথিবীর তিন-চতুর্থাংশ মানুষেরই দেজা ভ্যু হয়। অনেকেই বলেন, অলৌকিক ব্যাপার। কিন্তু আসলে তা নয়।
সাধারণত মস্তিষ্কের বাঁ-দিকটি অংশটি ভাষার সঙ্গে যুক্ত। ‘দেজা ভ্যু’-র নেপথ্যে যুক্তি হিসেবে বলা হয়, মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে তথ্য যেতে সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। ফলে, মস্তিষ্কের একটি অংশ একই তথ্য দু’বার পায়। একবার সরাসরি, আর একবার যে অংশ তথ্য দেওয়ার দায়িত্বে রয়েছে, তার মাধ্যমে। ফলে মনে হয়, একই জায়গা বা ব্যক্তিকে আগেও দেখেছি।
এ-ও বলা হয় যে, কল্পনায় অনেক সময়ে অনেক জায়গা বা ব্যক্তিকে দেখে মানুষ। এটা বিশেষ করে ছোটবেলায় গল্প পড়া বা শোনার সময়ে হয়। বা কারও মুখে কোনও অপরিচিত ব্যক্তি বা জায়গার সম্পর্কে কিছু শুনলে মস্তিষ্ক নিজের মতো করে একটি ছবি এঁকে ফেলে। এর দীর্ঘ দিন পরে তেমন ব্যক্তির মুখ সামনে এলে মনে হয় পরিচিত।
আবার ধরা যাক, যে জায়গা সম্পর্কে শুনে মস্তিষ্ক একটি ছবি এঁকে রেখেছে, সে জায়গায় আপনি গেলেন না। গেলেন সম্পূর্ণ একটি অন্য জায়গায়। কিন্তু সেখানে গিয়ে কল্পনায় তৈরি করা সেই ছবির সঙ্গে মিল পেলেন। সে ক্ষেত্রেও দেজা ভ্যু হতে পারে।
আর একটু সহজ করে বলা যাক বিষয়টি। ধরুন, দার্জিলিং সম্পর্কে কারও কাছে শুনে আপনার মস্তিষ্ক একটি ছবি আঁকল। কিন্তু আপনি গেলেন মুসৌরি। সেখানে গিয়ে কল্পনায় আঁকা ছবির সঙ্গে মিল পেলেন। ঘটনা হল, স্মৃতিতে দৃশ্যপট যতটা পোক্তভাবে গেঁথে থাকে, শোনা কিছু ততটা থাকে না। মুসৌরিতে আপনার চোখ দেখছে সেই কল্পচিত্রের সঙ্গে মিলে যাওয়া একটি ছবি। অথচ, সেই দৃশ্য আপনার মস্তিষ্ক দেখেছে দার্জিলিং-এর রেফারেন্সে। ফলে স্থানের ক্ষেত্রে তারতম্য হচ্ছে, যেটা আপনার মস্তিষ্ক বুঝতে পারে না। কারণ দৃশ্যপটের আধিপত্য রয়েছে মস্তিষ্কজুড়ে। তার ফলেই মনে হয়, আগে কোথাও এই জায়গা দেখেছেন...