এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে অপসারিত করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়। তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক। ১ টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে।
কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা ১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ অপসারিত করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্য এসিকে টন হিসাবে তৈরি হয়। BTU = British thermal unite।
আমরা জানি,
১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/ ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর সমান। One RT(Refrigeration Ton) = 3.5168528 kW, এটা হল তাপ অপসারন ক্ষমতা। কিন্তু ইলেকট্রিক ক্ষমতা হল প্রায় ১২০০ থেকে ১৫০০ watt এর মত।
কত টনের এসি কিনবেন, তা নির্ণয়ের সময় রুমের আকার জানার পাশাপাশি রুমটি কততম ফ্লোরে অবস্থিত, সূর্যের তাপ দেয়ালের কোন পাশে লাগে, রুমে কতজন মানুষ থাকবে, রুমে কোন হিটিং জিনিসপত্র যেমন- ওভেন বা আয়রন ব্যবহার করবেন কিনা, জানালা, দরজা, পর্দা, সিলিং, ফ্লোর- এসবের হিট কন্ডাকটিভিটি কেমন এসব বিষয় বিবেচনা করতে হবে।
এসি কিভাবে কাজ করে (How AC works)?
এখানে এসির মধ্যে কম্প্রেসর নামক এক যন্ত্র থাকে যার কারণে পরিবেশের উচ্চ তাপমাত্রার তাপ নিম্ন তাপমাত্রায় পরিণত হয়। কম্প্রেসর বাহির থেকে পরিবেশের তাপ গ্রহণ করে তার কিছু তাপ কাজে পরিবর্তন করে এবং বাকি তাপ পরিবেশে ছেড়ে দেয়। এক্ষেত্রে যে তাপ টুকু কাজে পরিবর্তিত হয়েছে তা এসির রুম ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয় এবং বাকি তাপগুলো কম্প্রেসরের মাধ্যমে পরিবেশে চলে যায়। এক্ষেত্রে পরিবেশে দুই ধরনের তাপ নির্গত হয়। যথা: পরিবেশ থেকে আগত কিছু তাপ এবং রুম থেকে উৎপন্ন তাপ। এসির ক্ষেত্রে কম্প্রেসর রুমের বাইরে লাগানো থাকে যার কারণে নির্গত তাপ সমূহ রুমের বাহিরে চলে যায় ফলে রুম ঠান্ডা থাকে।