Rownok Shahriar - পুরুষদের অন্ডোথলী বা Scrotum কে বলা হয় শরীরের জানালা,
বা উইন্ডো অব দ্য বডি।
এর তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কিছুটা কম হওয়াই এবং পাতলা চামড়া হওয়াই,
গরমকালে এটি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ বের করে দেয়।
শীতকালে এটি সংকুচিত হয়ে যায়, যাতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখতে পারে।
অণ্ডথলীর এই সংকোচন-প্রসারন স্বাভাবিক শারীরিক ব্যাপার।
শুক্রাণুর সঠিকভাবে কার্যক্ষমতার জন্য তাপমাত্রার এই নিয়ন্ত্রণ খুব জরুরী।