মাঝে মাঝে মানুষের কান গরম হওয়ার কয়েকটি কারন আছে…
আবেগঃ আবেগের কারনে যেমনঃ রাগ,বিভ্রান্তি কিংবা কোন কিছু নিয়ে দুশ্চিন্তা করলে অনেক সময় কান গরম হওয়ার সম্ভাবনা থাকে।
তাপমাত্রাঃ হঠাৎ করে শরীরের তাপমাত্রা (ঠান্ডা বা গরম) পরিবর্তন হলে, রক্তের সাথে সামাঞ্জস্য রাখার জন্য কান গরম হয়।
হরমোনাল পরিবর্তনঃ অনেক সময় হরমোনাল পরিবর্তনের কারনে কান গরম হয়।
কানে সংক্রমনঃ কান রোগজীবাণু দ্বারা সংক্রমিত হলে, অনেক সময় কান গরম হতে পারে।
শরীরে যখন কোন কিছুর প্রতি উত্তেজনা সৃষ্টি হয় তখন দেহের সিমপ্যাথেটিক কার্যকারীতা বেড়ে যায় এর ফলে দেহে রক্ত চলাচল বেশী হয়,তাই কারন গরম হয়,কারন রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রন করে।