ঠোঁটের ওপরের অংশ এবং মুখের ভেতরের তালুকাটাকেই ঠোঁটকাটা-তালুকাটা বলে। গর্ভস্থ শিশুর মুখের গড়ন অসম্পূর্ণভাবে গঠিত হলে এ ধরনের সমস্যা হয়।
প্রকৃত কারণ এখনো সঠিকভাবে নির্ণিত হয়নি। বেশির ভাগ বিজ্ঞানী মনে করেন, জিন ও পরিবেশগত উভয় কারণের সন্নিবেশেই ঠোঁট ও তালুকাটা নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে।
- বাবা, মা, ভাইবোন বা নিকটাত্মীয়ের মধ্যে কারো ঠোঁট ও তালুকাটা সমস্যা থাকলে অনাগত শিশুটিরও এতে আক্রান্ত হওয়ার হার বেশি।
- নির্দিষ্ট ধরনের কিছু ওষুধ সেবন। গর্ভকালীন মা যদি এই ওষুধগুলো সেবন করে থাকেন, তবে তার সন্তানের ঠোঁট ও তালুকাটা সমস্যা বেশি দেখা দেয়। এ ধরনের ওষুধের মধ্যে আছে খিঁচুনি, মৃগীরোগের ওষুধ, ব্রণ নিরাময়ের কিছু ওষুধ (অ্যাকুটেন্স), মেথোট্রেক্সেন (আর্থ্রাইটিস, সোরিয়াসিস ও ক্যান্সারের ওষুধ)।
- গর্ভাবস্থায় ফলিক এসিডের অভাব
- রক্তের আত্মীয়স্বজনদের মধ্যে বিয়ে
- গর্ভাবস্থায় অতিরিক্ত ধূমপান
- মায়ের ডায়াবেটিস
- গর্ভাবস্থায় রুবেলা ভাইরাস জীবাণুর সংক্রমণ।
Source '; prothom alo , ntv , kaler kontho .