বিষাক্ত কীটপতঙ্গ আমাদের পরিবেশের জীবজগতের এক অবিচ্ছেদ্য অংশ।আকারের দিক থেকে এরা ছোট কিংবা বড় বিভিন্ন সাইজের হতে পারে।কিন্তু এরা অবশ্যই অন্যান্য বন্য প্রানীর মত বিশাল নয়।তবে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য প্রানীর তুলনায় এসব পোকামাকড় অত্যন্ত ছোট সাইজের হয়।সাইজের ছোট কিংবা বড়, যাই হোক না কেন অনেক পোকামাকড় উপকার করে,আবার অনেকেই ক্ষতি করে।তবে পোকামাকড়গুলো মানুষের সরাসরি ক্ষতি না করে; বিভিন্ন ধরনের খাদ্য শস্যের ক্ষতি করে।যা মানুষের জন্য খাদ্যাভাব এবং ভোগান্তির কারন হয়তবে সকল পোকামাকড় যে শুধু ক্ষতি করে এমনটি নয়।এদের মধ্যে অনেক প্রজাতির পোকামাকড় আছে যারা ফুলের পরাগায়ন সহ বিভিন্ন ফলমূল এবং খাদ্যশস্যের উৎপাদনের পিছনে বিরাট ভূমিকা পালন করে।পোকামাকড়ের সহায়তায় অনেক ফুল ফলে পরিণত হয় এবং পরিপক্কতা লাভ করে।আজকে আমরা ঐসব পোকামাকড় সম্পর্কে জানব যারা মানুষের ক্ষতি করে।খাদ্যশস্য ছাড়াও মানুষকে কামড়ানো এবং মানব শরীরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ায় ভূমিকা রাখে।