বেশিরভাগ মাকড়সা "Harmless" হয়ে থাকে কিন্তু বনজঙ্গলে বসবাস করে এরকম বাদামী মাকড়সা ও কালো মাকড়সা (The Black Widow) গুলো যখন সংকটে পড়ে বা হুমকিস্বরূপ কোনো কিছুর সন্ধান পায় তখন তারা কামড় দিয়ে থাকে। কোনো নির্দিষ্ট জায়গায় কামড় দিলে সেখানে লালচে হয়ে যায়, ব্যাথা করে, ফোস্কা পড়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে পেশীতে ব্যাথা হয়। ব্যাক্তি মূলত মাথা ব্যাথা, বমি, শ্বাস-নিশ্বাস কষ্টের সম্মুখীন হয়। তাই এক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়াই শ্রেয়।