চাঁদ কেন পৃথিবীতে পতিত হয়না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
989 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (24,330 পয়েন্ট)
মহাকর্ষ শক্তির ফলে।
করেছেন (7,990 পয়েন্ট)
+1
মহাকর্ষ বলের কারনে পৃথিবীর চারপাশে ঘুরে কিন্তু মহাকর্ষ বলের কারণে কেন পৃথিবীতে পতিত হয় না এই প্রশ্ন করলাম।
করেছেন (71,360 পয়েন্ট)
+1
কেন্দ্রমুখি এবং কেন্দ্রবিমুখী বল সমান ।
0 টি ভোট
করেছেন (2,990 পয়েন্ট)
পৃথিবী, চাঁদ, সূর্য, নক্ষত্র সব কিছুই শূণ্যে ভেসে আছে। এখানে শূণ্য কী? শূণ্য বলতে আমরা বুঝি যেখানে কোনো মাধ্যম নেই। মাধ্যম বলতে এই যেমন, তাদের ভেসে থাকার জন্য মাটি, জল এরকম কিছুই নেই। তবুও এত বড় বড় গ্রহ নক্ষত্র ভেসে রইলো।

প্রথমে ব্যাখ্যা টা করার জন্য আপনার মনের ল্যাবরেটরিতে কিছু জিনিস আনতে হবে। ধরে নিন, একটা কামান।

কামানের গোলা হিসেবে বড় একটা লোহার গোলক। এই লোহার গোলক কে পৃথিবীও ভেবে নিতে পারেন। এখন গোলাটি নিক্ষেপ করার পালা। কামান থেকে গোলাটি খুব জোরে নিক্ষেপ করা হল। এখানে "জোরে" বলতে বেশি বেগে।

গোলাটি যখন নিক্ষেপ করা হল তখন কিছু সময়ের জন্য এটা ভেসে থাকবে, তারপর মাটিতে পতিত হবে। এখন এই ভেসে থাকার সময় টা মনে করুন খুব বেশি, মানে অনন্ত। গোলকটি যদি সব গ্রহ নক্ষত্রের রূপক হিসেবে ব্যাবহার করি, তাহলে বলতে পারি, গোলকটি ছোঁড়ার মুহূর্ত হতে মাটিতে পতিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতেই আমরা সব গ্রহ নক্ষত্রকে দেখছি। মানে আমাদের পৃথিবী সহ সব গ্রহ নক্ষত্র কোনো একটা অন্তিম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে, অন্তিম পরিণতি হল গোলাটি মাটিতে পতিত হওয়ার মুহুর্ত। এই ব্যাখ্যা টা হলো কিছুটা বিজ্ঞান আর কিছু কল্পনা। মানে, উৎসুক মনকে বুঝ দেয়া।

এবার আমরা একটু অন্যভাবে শূণ্যে ভেসে থাকা ব্যাখ্যা করবো।

সারা মহাশূণ্য জুরে একটি জাল বিছানো আছে। আমরা সে জালটা দেখতে পাই না।

দেখতে পাওয়ার কথাও না। এই জালটা মহাকর্ষের জাল। অদৃশ্যভাবে এই মহাকর্ষ জালের উপরই পৃথিবী সহ অন্যান্য গ্রহ-উপগ্রহ গুলো অবস্থান করছে। যদি চাঁদের উপর নজর দিই, চাঁদ পৃথিবীর আকর্ষণ বলের কারণেই তার নিজের কক্ষপথে টিকে আছে।

পৃথিবী চাঁদের জন্য একট জাল বিছিয়ে রেখেছে। চাঁদকে পৃথিবী অবিরাম নিজের দিকে টানছে এই জালের সাহায্যে। কিন্তু চাঁদের নিজের একটা গতি রয়েছে, যে গতির কারণে চাঁদ নিজের জায়গায় রয়েছে। এবার আমরা পৃথিবী ও সূর্যের সম্পর্ক কে ঠিক একইভাবে বিশ্লেষণ করতে পারি।

পৃথিবীও সূর্যের দিকে ধাবমান। কিন্তু, পৃথিবীরও একটা গতি আছে। যে গতির কারণে তা কক্ষপথ থেকে বের হয়ে যেতে চায়। এভাবে সূর্যের আকর্ষণ বল ও পৃথিবীর নিজ অক্ষ থেকে বের হয়ে যেতে চাওয়ার বল এই দুইটির সাম্যাবস্থার কারণেই পৃথিবী নিজ অবস্থানে টিকে আছে। পৃথিবী মূলত সূর্যের জালের মধ্যেই আটকে আছে। এভাবে সূর্য সব গ্রহ উপগ্রহ নিয়ে আবর্তন করে যাচ্ছে।

সূর্য বিরাট একটা জাল দিয়ে ধরে রেখেছে সব গ্রহ উপগ্রহকে।

এতক্ষণ আমরা যে জালের কথা বলেছি তা হল মহাকর্ষ কুপ যাকে ইংরেজীতে বলা হয় গ্র‍্যাভিটেশনাল ওয়েল। যে বস্তু যত বড়(ভর বেশি) তার মহাকর্ষ কুপ তত বড়। তার মানে, সূর্যের একটা বিরাট মহাকর্ষ কূপ রয়েছে। পৃথিবী, চাঁদ অন্যান্য সকল গ্রহ উপগ্রহ এই কূপে ভেসে আছে। ঠিক একইভাবে সূর্যও ভেসে আছে অন্য কনো বড় মহাকর্ষ কূপের উপর।

এখানে জাল আর মহাকর্ষ কূপ এই দুইটি শব্দ দিয়ে বুঝালাম যাতে উৎসুক মনে প্রশ্নে উল্লেখিত শূণ্যের ধারণা টা স্পষ্ট হয়। আসলে ওই শূণ্য বলতে আমাদের চোখে ধরা না দেয়া এক অদৃশ্য শক্তি, যা দিয়ে সব গ্রহ নক্ষত্র ভেসে আছে, তৈরি করেছে এক রহস্যের। আমরা ডুবে আছি রহস্যাবৃত কূপে আর জড়িয়ে যাচ্ছি মহাকশের রহস্যজালে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 907 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 307 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 884 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 261 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 501 বার দেখা হয়েছে

10,853 টি প্রশ্ন

18,553 টি উত্তর

4,746 টি মন্তব্য

855,537 জন সদস্য

89 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 87 জন গেস্ট অনলাইনে
  1. Jakiasultana53

    120 পয়েন্ট

  2. awin68rodeo

    100 পয়েন্ট

  3. sc88hvcom

    100 পয়েন্ট

  4. W88ukcomvn1

    100 পয়েন্ট

  5. w88casinovn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...