ওয়াটারমার্ক ইংরেজী শব্দ, যার বাংলা অর্থ জলছাপ। জল ছাপ হচ্ছে এমন একটি বিষয় যদি সহজ করে বলি, আমরা নিশ্চই পুকুর, নদ-নদীর পানিতে পাতা ভেসে থাকতে দেখেছি। এই ভেসে থাকা পাতার জন্য কিন্তু পানির চরিত্রে বা সুন্দর্যে কোন রুপ পরিবর্তন আসেনা। বরং পুকুর বা নদীর পানির শোভা বাড়িয়ে তোলে।
আপনি যদি ৯০ দশকে জন্মে থাকেন তাহলে এই জলছাপের সাথে পরিচিত থাকবেন। যেই সময় চিঠি লেখার জন্য প্যাড (খাতার মত কিন্তু বিভিন্ন ফুল,পাখি বা কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি) পাওয়া যেতো। যা ব্যবহার করা হত বিদেশে আত্মীয় স্বাজন বা প্রেমিক-প্রেমিকার কাছে চিঠি লেখার জন্য। চিঠিতে লেখা ভাষাকে লেখক ও পাঠকের আবেগ, অনুভুতি, ভালবাসা, প্রেমে রুপ দিতে এই দৃশ্যমান জলছাপ।
সেই দিক থেকে বিবেচনা করে এখন জলছাপের ব্যবহার প্রযুক্তিতে ব্যবহার হচ্ছে।
তবে এখন মোবাইল ক্যামেরায় যে ওয়াটারমার্ক বা জলছাপ দেয়া হয়, সেটা তাদের কোম্পানির প্রচার ছাড়া কিছুইনা।প্রচারের উদ্যেশ্যে দেয়া এই জলছাপ ৯০ দশকের অনুভুতি নয়, বরং বর্তমান যুগের চরম বিরক্তির কারন।
~কোরা