চাঁদের আসল ছবি ইন্টারনেটে নেই বললেই চলে। এগুলো শুধুমাত্র প্রতিকী ছবি, তাই চাঁদ ও পৃথিবীকে একসাথে দেখানোর জন্য একে পৃথিবীর কাছে রেখে ছবিগুলো তৈরি করা হয়।
তবে যদি বাস্তবেই চাঁদের কোনো ছবিতে চাঁদকে পৃথিবীর কাছে দেখায় তবে সেক্ষেত্রে চাঁদ ও পৃথিবীকে এক ফ্রেমে রাখার জন্য এমনভাবে ছবি তোলা হয় যাতে এদেরকে কাছাকাছি মনে হয়।