সেটাকে বলে পার্সিস্টেন্স অথবা রিভারবারেশন (reverberation)। সেটা তখুনি হয় যখন একটি শব্দ বার বার প্রতিফলিত হয়ে আপনার কানে আসতে থাকে, যাতে আপনার মনে হয় যেনো ইকো হচ্ছে। অর্থাৎ কিছু বলার পরও সেই আওয়াজ আরো খানিকক্ষণ থেকে যায় বা পার্সিস্ট (persist) করে। সেটা বন্ধ ঘরেই হয় কারণ বন্ধ ঘরের দেওয়ালগুলি প্রতিফলক হিসাবে কাজ করে। অবশ্য আপনি যদি ১৭ মিটার লম্বা বাথরুম ঘর কোথাও খুঁজে পান তাহলে সেখানে ইকো হবে