শব্দ এক ধরনের তরঙ্গের মাধ্যমে সঞ্চারিত হয়। শব্দের বেগ বাতাসে ৩৩২ মিটার/সেকেন্ড। শব্দের এই তরঙ্গ যদি সামনে কোনো জায়গায় বাঁধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, তাহলে আমরা সেই শব্দকে পুনরায় শুনতে পাই, এটি ই মূলত প্রতিধ্বনি।
প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং বাঁধার মধ্যে নূন্যতম ১৬.৬ মিটার দূরত্ব থাকতে হবে, নাহলে শোনা যাবে না। ঠিক এই কারণে ছোট ঘরে প্রতিধ্বনি শোনা যায় না।