বিপদ মানে জরুরী অবস্থা। এই ক্ষেত্রে প্রয়োজন কার্যকরী আলোক সংকেত যা অনেক দূর থেকেও সনাক্ত করা যাবে। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই লাল আলো বায়ুমণ্ডলের অনু-পরমাণু দ্বারা কম বিক্ষিপ্ত হয়। ফলে এটা অনেক দূর থেকেও দেখা যায়। কুয়াশা, বৃষ্টি, ধোঁয়া ইত্যাদি পরিস্থিতিতেও লাল আলো দূর থেকে সনাক্ত করা যায়। সেই বিবেচনায়, জরুরী ক্ষেত্রে লাল আলো/রঙ অন্যান্য আলো/রঙের অনেকটা তুলনায় এগিয়ে।
সূত্র: কোরা