একটু ভেবে দেখুন, যখন আপনি খুব শীতে বাহিরে কোথাও বেড়াতে যান । তখন, আপনার অবশ্যই সুইটার, টুপি, হ্যান্ড গ্লোভস, জুতো ইত্যাদি কি রকম প্রয়োজন হয়ে পড়ে তা আর বলার অপেক্ষা রাখে না !
এখন, যদি আপনি মহাকাশের কোথাও অবস্থান করেন, তাহলে স্পেস স্যুট আপনাকে দেবে সর্বক্ষনিক Life-Support যেমনটা আমাদের গ্রহ পৃথিবী অথবা মহাকাশযান আমাদের দিতে পারে ।
পৃথিবীর বাহিরে মহাকাশের পরিবেশ অতিরিক্তভাবে প্রতিকূল জায়গা ।
যদি, আপনি স্পেশ স্যুট না ব্যাবহার করেন তাহলে যা ঘটতে পারে;
* মাত্র 15 Seconds এর মধ্যে অজ্ঞান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেখানে কোন অক্সিজেন নেই ।
* রক্ত এবং শরীর-বৃত্তীয় প্রবাহ উত্তপ্ত এবং তারপর জমাট হওয়া শুরু করবে কারণ সেখানে বায়ুচাপের পরিমাণ একেবারেই নগণ্য অথবা নেই ।
* শরীরের কোষ বিশেষ করে চামড়া, হার্ট ও অন্যান্য দেহের ভিতরের অঙ্গ উত্তপ্ত তাপীয় প্রবাহের কারনে গলিত (Expand) হয়ে যেতে পারে ।
* মহাকাশে অতি উচ্চ তাপমাত্রা পরিবর্তনের মুখোমুখি একটা চ্যালেঞ্জিং বিষয় ।
যেমন; সুর্যের আলোর তাপমাত্রা পৌঁছাতে পারে 120 ডিগ্রী সেন্ট্রিগ্রেড এ (248 Degrees F) এবং সর্বনিম্ন (ছায়াতে) হতে পারে -120 ডিগ্রী সেন্ট্রিগ্রেড (-148 Degrees F)...
* আপনাকে মুখোমুখি হতে হবে বিভিন্ন রকমের বিকিরণ, কসমিক রশ্মি, সৌর ঝড়ের ফলে সুর্য থেকে আসা বিভিন্ন উপাদান ।
* আঘাত-প্রাপ্ত হতে পারেন ধুলো বা পাথরের ক্ষুদ্র বস্তু যা উচ্চ গতিতে আপনার দিকে ধেয়ে আসছে (স্যাটেলাইট বা Micrometeoroids এর ধ্বংসাবশেষ) ।
স্পেস স্যুট কিভাবে আপনাকে রক্ষা করে ?
* স্পেস স্যুট এর রয়েছে চাপীয় কৃত্তিম বায়ুমণ্ডলীয় ব্যাবস্থা ।
* আপনাকে অক্সিজেন প্রদান করবে এবং কার্বন-ডাইঅক্সাইড অপসারণ করে দেবে ।
* বিভিন্ন কাজের সময় এবং সুর্যের আলোতে বা অন্ধকারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে ।
* অতি ক্ষুদ্র-বস্তু এবং কিছু সাধারণ তাপীয় বিকিরণ রতে রক্ষা করবে ।
* পরিষ্কার দেখতে এবং স্থান পরিবর্তন করতে ও আপনার সহকারীদের সাথে যোগাযোগ করতে সহজতর করবে ।
এসব ছাড়াও স্পেস স্যুট এর বিভিন্ন সমস্যা থেকেই যায় ! এখনো আধুনিক স্পেস স্যুট যথেষ্ট উন্নত নয় । NASA পরবর্তী প্রজন্মের জন্য স্পেস স্যুট Z-2 Prototype সিরিজের Futuristic Z-2 Spacesuit স্পেস স্যুট প্রস্তুত করছে ।
Mars এ আবহাওয়া অত্যান্ত প্রতিকূল যা স্পেস স্যুট বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ । মঙ্গল থেকে এখনো কোন নমুনা পৃথিবীতে ফেরত আসে নি ! সেক্ষেত্রে NASA'র তৈরি করা স্পেস স্যুট এর উপর যেন মঙ্গলের পরিবেশের প্রভাব না পড়ে তা নিয়ে ভাবছেন স্পেস স্যুট ইঞ্জিনিয়াররা ।
চিত্রে, স্পেস স্যুট এর গাঠনিক বিশিষ্ট এবং এছাড়া NASA'র Z-1 সিরিজের স্পেস স্যুট দেখানো হয়েছে যেটা মঙ্গলে পাঠানো হবে বলে ভাবছেন NASA'র বিজ্ঞানীরা ।
Courtesy: PU J AN