পিনিয়াল গ্রন্থি আসলে এক ধরনের অন্তঃক্ষরা বা নালীবিহিন গ্রন্থি
পিনিয়াল গ্রন্থি সেই গ্রন্থ, যার কাজ হচ্ছে, যখন আলো থাকে,অন্ধকার হয় তথা কোনো আলো থাকে না বা আলোক স্বল্পতা দেখা যায়, তখন এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হই।পিনিয়াল গ্রন্থি আমাদের চোখের স্নায়ুর সাথে যুক্ত। পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্ধকারে বাড়ে,কিন্তু আলোতে এর নিঃসরন এর পরিমান কমে। আমরা দৈনিক কতক্ষণ সময় ঘুমাই,কখন ঘুমোতে যাই, কখন ঘুম থেকে উঠি,এসবকিছু বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ির সাথে সম্পৃক্ত বিষয়,যা পিনিয়াল গ্রন্থি নিয়ন্ত্রন করে। পিনিয়াল গ্রন্থির কোষ অন্য সব কিছু থেকে ভিন্ন।এতে নিজস্ব স্নায়ুকোষ রয়েছ, যা অনেকটা চোখের রেটিনার স্নায়ুকোষ এর ন্যায়। এসকল কারনে, পিনিয়াল গ্রন্থিকে তৃতীয় চোখ বলা হয়।