বক্স জেলিফিশ
এর বিষ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। সাধারণত এশিয়া এবং অস্ট্রেলিয়ার সাগরে এদের দেখা মেলে। গভীর সমুদ্রে থাকলেও মাঝে মাঝে খাবারের সন্ধানে বীচের কাছাকাছি এসে পড়ে। তখন মানুষ এদের দ্বারা আক্রান্ত হয়। এরা বেশিরভাগ সময়ে মানুষের পায়ে আক্রমণ করে বিষাক্ত হুল দ্বারা। এর বিষ মানুষের হার্ট, নার্ভ সিস্টেম এবং স্কিন সেলগুলোকে আক্রমণ করে এবং নষ্ট করে ফেলে। বক্স জেলি ফিশের বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি প্রবলভাবে কাঁপতে থাকে এবং আস্তে আস্তে ডুবে যায় অথবা তীরে পৌঁছানোর আগেই মারা যায়। আর যারা জীবিত থাকে তারা ব্যথা ও দুর্বলতা নিয়ে বেঁচে থাকে। যদি অতি দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না নেয়া হয় তাহলে বাঁচার কোনো আশাই থাকে না। এর বিষের সবচেয়ে ভালো প্রতিষেধক হচ্ছে ভিনেগার। বিষক্রিয়ার ৩০ সেকেন্ডের মধ্যে (কমপক্ষে) ভিনেগার দিতে হবে। ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড যা জেলি ফিশের বিষকে রক্তে মিশে যেতে বাধা প্রদান করে এবং সেই সাথে ব্যথাও উপশম করে।