Nishat Tasnim-
একটানা অনেকক্ষন না খেয়ে থাকলে পেটে ব্যথার সৃষ্টি হয় সেই সাথে মাঝে মাঝে পেট "গুড় গুড়" ও করে। একে বলে "Hunger pang" !
আমরা যখন অনেক লম্বা সময় ধরে না খেয়ে থাকি (প্রায় ৮-১০ ঘন্টা) তখন পাকস্থলী এর পেশীগুলোতে বিশেষ ধরনের পেশি সংকোচন হয়। আর এই সংকোচন এর জন্য পেইন সেনসেশন আমাদের ব্রেইন এ যায়, ফলে ব্যথা অনুভূত হয় ।
আর ঐ সংকোচন এর আওয়াজ টাই আমাদের পেটের "গুড় গুড়"। তবে এই "গুড় গুড়" এর জন্য অন্ত্র এর সংকোচনও কিছুটা দায়ী ।
পেটের এই ব্যথা যদি শুধু খিদার কারনেই হয় তাহলে খাওয়ার সাথে সাথে চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খিদা ছাড়াও এ ব্যথা হতে পারে।
অনেক আন্ত্রিক এবং পাকস্থলীর রোগ এর প্রাথমিক লক্ষণ হলো এই ব্যথা। যদি পর্যাপ্ত খাওয়ার পরেও পেটে ব্যথা থেকে যায় তাহলে ডাক্তার দেখানো উচিত।।
শরীরে গ্লুকোজ এর ঘাটতি হলে এই ধরনের ব্যথা দেখা দিতে পারে।
©নাফিস হাইয়ান