Nishat Tasnim-
আমরা যখন ভয় পাই তখন কর্টিসোল হরমোন নিঃসরণ হয়। এই কর্টিসোল হরমোন এর জন্য দেহ আমাদের পাকস্তলিতে অতিরিক্ত এসিড তৈরি করে। এই এসিডিটি পাকস্থলির ইসোফ্যাগাসে উদ্দীপনা সৃষ্টি করে। যার জন্য আমাদের পেটে ব্যথা, বমি বমি ভাব হয়। অনেকের আবার মাথাও ঘুরায়। তাছাড়া অতিরিক্ত চাপে থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার জন্য পেটে ব্যথা, অস্বস্তি লাগে।