হ্যাঁ, এটা সত্য
বিশ্বের সবথেকে দামি কফি "লুয়াক" তৈরি হয় গন্ধগোকুলের বিষ্ঠা থেকে।
কফি তৈরির মূল উপাদান "কোকো" খেতে দেওয়া হয় গন্ধগোকুলকে।তারা বাছাই করে সেরা "কোকো" বীজগুলোকে খেয়ে নেই।কিন্ত গন্ধগোকুলের পেটে কোকো হজম হয় না।পরে গন্ধগোকুলের বিষ্ঠা থেকে কোকো বীজ গুলোকে সংগ্রহ করা হয়।সেগুলোকে ভালো করে ধুয়ে, ভেজে সে গুলোকে গুড়ো করে কফিতে রুপান্তর করা হয়।
এবং এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কফি "লুয়াক"