Rownok Shahriar-
ইনফ্লাশন হলো মহাবিশ্ব সৃষ্টির প্রাথমিক অবস্থা।
বিগব্যাং এর ১০^-৩৬ সেকেণ্ড থেকে ১০^-৩৩ ও ১০^-৩২ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।
এই সময়ে মহাবিশ্ব অভাবনীয় গতিতে সম্প্রসারিত হয়েছিল যার গতি আলোর গতির থেকেও বেশি।
তবে এর পক্ষে ও বিপক্ষে মত আছে বিজ্ঞানীদের মধ্যে।