আমাদের অনেকেরই ধারনা মানুষ মস্তিষ্কের মাত্র ১০% ক্ষমতা ব্যবহার করে। এটা একটা মিথ। এই মিথ আসলে ঊনবিংশ শতকের কয়েকজন সায়েন্টিস্ট এর। তারপর এটি প্রমান ছাড়াই অনেকগুলা সায়েন্স-ফিকশন মুভিতে যুক্ত করে দেয়া হয়েছে যার আদৌ কোন ভিত্তি নেই।
আসলে আমাদের মস্তিষ্কের গঠনে ১০% থাকে নিউরন কোষ আর বাকি ৯০% থাকে গ্লাইয়াল কোষ(পুরা মস্তিষ্ক)। নিউরন প্রসেসিং আর ট্রান্সমিশন এ সাহায্য করে।অন্যদিকে বাকি ৯০% এই ১০% এর কাজে সহযোগিতা করে। এই ১০% মিথটা আসলে এই জায়গা থেকেই আসছে। আমরা আমাদের শতভাগ ব্রেইনই ব্যবহার করি।
উদাহরন হিসেবে যদি বলি, মনে করেন,
আপনার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রীটাও ১০০% ইউজ করে।
সবচেয়ে খারাপ ছাত্রটাও ১০০% ইউজ করে।
কথা হল এই ১০০% এর মধ্য যে বেশি ইউটিলাইজ করবে সেই ভালো।
বুঝেননি? যেমন ধরেন মুস্তাফিজুর রহমান আর তামিম ইকবাল দুইপ্রান্তে ব্যাটিং করছেন।
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কে ভাল ব্যাটিং করে?
আপনি বলবেন তামিম ইকবাল।
কেন?
সিম্পল।
কারন দুইজনই মানুষ কিন্তু দুইজন দুইভাবে বলগুলাকে ইউটিলাইজ করতে জানে।