Annoy Debnath-
introvert বা extrovert হওয়ার কারণ হিসেবে অনেক কিছুকেই দায়ী করা হয়। তবে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হরমোন৷ যারা ইন্ট্রোভার্ট হয় তারা বেশি উত্তেজিত হয়, অর্থাৎ অল্পতেই তাদের বেশি ডোপামিন ক্ষরণ হয় যার ফলে তারা বেশি ভীড়পূর্ণ জায়গা বা লোকজনের সাথে বেশি মিশতে পছন্দ করে না। অপরদিকে এক্সট্রোভার্টদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে। তাদের বেলায় উত্তেজনা কম থাকায় তাদের বেশি মেলামেশার প্রয়োজন পরে৷ অনেক বিশেষজ্ঞ এর মতে এটা আমাদের ডিএনএতে আছে। ফলে আমরা চাইলেও আমাদের চরিত্র বদল করতে পারবো না। কিন্তু কেউই সম্পূর্ণ ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট হয়না। একটু হলেও তাদের মধ্যে অন্য গুণাবলী থাকবেই।