Abrar Islam Ador
জি না। সব সময় নয়। শুধুমাত্র নির্জনে দুই বা তৃতীয়াধীক শেয়াল একসাথে থাকলে এবং তখন কোন একা মানুষ দেখলে শেয়াল আক্রমণ করে। তবুও এই দৃশ্য সচরাচর দেখা যায় না।
শিয়াল ক্যানিডি গোত্রের ক্যানিস গণের তিনটি সর্বভুক প্রজাতির প্রাণীর সাধারণ নাম। এরা স্তন্যপায়ী। পৃথিবীতে বহু প্রজাতির শিয়াল থাকলেও আমাদের দেশের যে প্রজাতির শেয়াল দেখা যায় এদের খেঁকশিয়াল বলে। শিয়াল নিশাচর প্রাণী। সন্ধ্যায় শিয়াল ডেকে ওঠে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর, মাটির গর্তে লুকিয়ে পড়ে। শেয়াল সাধারণত দল বেঁধে চলে। তবে মাঝে মাঝে কয়েকটাকে একাকীও ঘুরতে দেখা যায়। শেয়াল মাংসাশী প্রাণী। এরা খায় মূলত পোকা-মাকড়, পাখি, ছোট আকারের মেরুদণ্ডী প্রাণী, টিকটিকি, মৃতদেহ, শাকসবজি, আখের রস, ভুট্টা ইত্যাদি। তবে কখনো খুব সকালেও এদের দেখা যায়। পেটে ক্ষুধা থাকলে দিনের বেলায়ও বের হয়। খাবারের অভাব দেখা দিলে লোকালয়ে হানা দেয়। হাঁস-মুরগি ধরে খায়। মূলত এই কারণেই মাঝে মাঝে কোন মানুষকে একা পেলে এরা আক্রমণ করে থাকে তবে এইটা সবসময় হয়ে থাকে না। আর শেয়াল আক্রমণ করলে তাঁকে পাল্টা ভয় দেখালে বা কিছু দিয়ে আঘাত দিলে পালিয়ে যায়। সেইক্ষেত্রে আক্রমণ করে ফেললেও তেমন ক্ষতি হয় না। তবে এমন কিছু হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।