Nishat Tasnim-
সকল চিকিৎসকরাই একটি পোশাকে নিজেকে ঢেকে রাখেন। আর চিকিৎসক বললেই যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে, তা হলো সাদা অ্যাপ্রন পরিহিত গলায় স্টেথোস্কোপ ঝোলানো একটি অবয়ব। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে কেন সাদা অ্যাপ্রন পরেন চিকিৎসকরা?
জেনে নিন, ডাক্তাররা সাদা অ্যাপ্রন পরেন যেসব কারণেঃ-
প্রথম কারণ, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যেই এই ব্যবস্থা।
দ্বিতীয় কারণ, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।
তৃতীয় কারণ, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।
চতুর্থ ও শক্তিশালী কারণ, সাদা রং মানুষের মনকে প্রশান্ত করে। রোগীরা এই রং দেখলে ভরসা ফিরে পায়।
আইনের ভাষা কাল অক্ষরে লেখা। কাল রং প্রতিবাদ, প্রতিরোধ ও ধৈর্যের প্রতীক। আইনজীবীগণ তাদের মক্কেলদের হয়ে কাজ করেন। কাল রং তাদের মধ্যে আস্থা ও প্রশান্তির ছাপ এনে দেয় । আইনজীবিগণ কাল গাউনের সাথে সাদা জামা পরেন। যা তাদেরকে শান্তি, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া আইনের চোখ বাঁধা বলা হয়। অর্থাৎ অন্ধকারে আলোর খোজ করতে হয়। এ কারনে উকিলের পোষাক কালো হয়।
©শিমুল