সহজ কথায়, লবনের সোডিয়াম অনেক ধরনের mineral absorption এ বাধা সৃষ্টি করে, সোডিয়াম যেহেতু পর্যায়সারণী তে আগে তাই সবার সাথে আগে গিয়ে বিক্রিয়া করে, আর লোহা, অন্য জৈব যৌগ যাদের সেখানে যোগ হওয়ার কথা ছিল তারা যোগ হয় না, তাই প্রয়োজন এর অতিরিক্ত লবন শরীরে অনেক ঝামেলা করেই।
রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খেলে ক্ষতি বেশি। বিশ্বাস করা হয়, খাবারে বাড়তি লবণ নেওয়া মানে অসুখকে দাওয়াত দেওয়া। রান্না করা হলে লবণের লৌহযৌগের সরলীকরণ ঘটে এবং তা খুব সহজেই শোষিত হয়। কাঁচা লবণের লৌহযৌগ একই থাকে এবং তা চাপ বাড়ায়। ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়।আর লবন ভাজা বা কাঁচা খাওয়া হোক, যেহেতু NaCl সমযোজী যৌগ পানিতে সুন্দর মত মিশে যায়, ওই ভাজা লবনের Na গিয়ে একই কাজ করে।
তাই ডাক্তার এর পরামর্শ মত কম খাওয়া/ পরিমিত খাওয়া ছাড়া উপায় নাই।