Nishat Tasnim-
মিলিপিড শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে। যার অর্থ সহস্র পা। মিলিপিড নিরীহ প্রজাতির কীট। এরা কামড় দেয়না সাধারণত। তবে এদের টক্সিন আছে, এই টক্সিন মানবদেহে লাগলে অ্যালার্জ, জ্বালাপোড়া হতে পারে। এরা যখন নিজেদের আশেপাশে বিপদ অনুভব করে তখন এভাবে নিজেকে গুটিয়ে নেয়। এর ফলে আপনি যদি এদের আঘাত করেন তবে এদের নরম পা রক্ষা পায়।