আ্যাপেন্ডিস হলো ছোট নলাকার একটি অঙ্গ যা বৃহযন্ত্রের সাথে সংযুক্ত থাকে ৷কোনো কারণে আ্যাপেনডিকসের মধ্যে ইনফেকশন হলে সেটি ফুলে যায় , প্রদাহ হয়, তখন একে বলা হয় আ্যপেন্ডিসাইটিস ৷
কোনো কারণে আ্যপেন্ডিকসে ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত এবং পুষ্টির অভাব হয় এবং এতে করে জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে ৷ ফলে ইনফেকশন হয়ে আ্যপেন্ডিসাইটিস হয় ৷