গ্রাভিটিঃ
গ্রাভিটির বাংলা প্রতিশব্দ অভিকর্ষ ।
পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে।বিজ্ঞানি নিউটন সাহেব প্রথম এ সম্পর্কে বলেন প্রত্যেক গ্রহের অভিকর্ষ বল থাকে। মহাশূন্যে ও পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ বল শূন্য। পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে বা বাহিরের দিকে অভিকর্ষ বলের মান কমে।পৃথিবীর অভিকর্ষ বল চাঁদের থেকে ৬ গুন বেশি। তবে পৃথিবীর থেকে মঙ্গলের অভিকর্ষ বলের(৩.৭৩ms-2 ) মান কম।
আদর্শ মানঃ
ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন বলে ৪৫° অক্ষাংশে সমুদ্র সমতলে এর মানকে আদর্শ মান ধরা হয়।
হিসাবের সুবিধার্থে একে ৯.৮ বা ৯.৮১ মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়।