মানবদেহের বৃহত্তম পেশি হলো — হিপ বা নিতম্ব বা শ্রোণী পেশি যাকে গ্লুটাস মাক্সিমাস (gluteus maximus) বলে। এরা আবার সাধারণত দু'ভাবে — গ্লুটাস মেডিয়াস ও গ্লুটাস মিনিমাস হয়ে সজ্জিত থাকে।
তবে এর সাথে জেনে নিন ক্ষুদ্রতম পেশিও — স্টেপেডিয়াস (stapedius) যেটি মানুষের উভয় মধ্যকর্ণে অবস্থিত।
#বৃহত্তম পেশির কাজঃ
- এই পেশি হিপ গঠন করে, মজবুত করে, হিপ জয়েন্টগুলো সন্নিবেশিত অবস্থায় রেখে শক্তিশালী করে
- এই পেশি খুব শক্তিশালী থেকে পেট, এমনকি পুরো উদরের ভার বহন করে তুলে ধরে রাখে
- এ পেশিই সিড়িতে ওঠতে মাধ্যাকর্ষণ বলের বিপরীতে (antigravity) শক্তিকে কাজে লাগিয়ে মুখ্যভাবে সহায়তা করে
- এ পেশির মাধ্যমেই উরু পেশিকে (thighmuscle) সচল করে উরু হাড়কে (thighbone) সামনে এগিয়ে বা ঠেলে দিয়ে হাটা-চলা (movement) করি
- এ পেশিই মানবদেহের সবচেয়ে ও অন্যতম শক্তিশালী পেশি বটে (It is also one of the stronger muscles in the body)
তথ্যসূত্রঃ কোরা