আমাদের ব্রেন নতুন মুখ মনে মনে তৈরি করতে না পারলেও নতুন জায়গায় কল্পনা করতে পারে।এর জন্য কল্পনাশক্তি ভালো থাকা লাগবে।আর কোথাও হতে জায়গাটা কেমন হবে তার আগে থেকে করা প্ল্যান।এতে করে খুব সহজভাবেই জায়গা কল্পনা করা যাবে।
আমরা যখন ঘুমায় আর স্বপ্ন দেখি তখন অনেক অপরিচিত জায়গা দেখতে পারি।হতে পারে আমরা বাস্তবে না দেখলেও কোনো বই পড়ে বা কল্পনা করে মনে মনে বানিয়েছি এরপর স্বপ্ন দেখেছি।কিন্তু এইটা যে আমরা কল্পনা করেছিলাম হয়তোবা মনে নেই আমাদের।
স্বপ্নে আমরা তাই দেখি যা আমাদের মনে বেশি চলে বা চিন্তা করি যা নিয়ে।
তাই স্বপ্নে নতুন জায়গা দেখার কারণ আগে তা কল্পনা করা,কোথাও এমন কিছু আছে ভাবা,বা নিজে বানাব ইত্যাদি হওয়ার সম্ভাবনায় বেশি!