NH4Cl সাধারণ চাপে উত্তপ্ত করলে অন্যান্য সাধারণ পদার্থের ন্যায় তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই এরা ঊর্ধ্বপাতিত বা উদ্বায়ী পদার্থ। এমোনিয়া ক্লোরাইড এর আন্তঃঃ আণবিক সক্তি কম , তাই তাপমাত্রা বৃদ্ধি হলে এরা তরলে রূপান্তরিত হতে পারে না, সরাসরি বাষ্পে পরিণত হয়। এই ধর্মের কারণেই একে নিশাদল বলা হয়।