আমাদের দেহে কিছু অঙ্গ আছে, যেগুলো আমরা নিজের ইচ্ছায় চালনা করতে পারি। যেমন হাত নাড়াতে পারি, হাঁটাচলা করতে পারি। এসব অঙ্গ ঐচ্ছিক পেশী দিয়ে তৈরি।
কিন্তু কিছু কিছু অঙ্গ আছে, যেগুলো সয়ংক্রিয় ভাবে চলে, এসবের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন হার্ট, ফুসফুস এসব।
তাই আমরা ঘুমিয়ে থাকলেও হার্ট, ফুসফুস এরা ওদের কাজ চালিয়ে যায়। তাই আমরা ঘুমিয়ে গেলেও নিশ্বাস আটকে যায় না।