Nishat Tasnim-
প্রথমত, ছোট শিশুদের খাবার চিবানো, কথা বলা এবং অন্যান্য Oral Functions ঠিক রাখার জন্য দাঁত প্রয়োজন। একে আমরা দুধদাঁত বলি। শুরুতেই একটা শিশুর মুখের মাড়িতে সব দাঁতের জন্য প্রয়োজনীয় জায়গা থাকেনা। তাই তাদের দাঁতগুলো ছোট হয়ে ওঠে। পরবর্তীতে skull তথা মুখের মাড়িতে জায়গা বাড়লে এই দাঁতগুলো পড়ে গিয়ে Adult Teeth উঠে, যা আকারে দুধদাঁতের চেয়ে বড় হয়। আজীবন দুধ দাঁত থাকলে, শিশু বড় হওয়ার পর মাড়ির অধিকাংশ জায়গা খালি থেকে যেত, যা প্রাপ্তবয়স্কদের খাদ্য চিবানোতে সমস্যা সৃষ্টি করতো। আর শুরুতেই শিশুর মুখের মাড়িতে পর্যাপ্ত জায়গা থাকেনা বিধায় শুরুতেই বড় দাঁতগুলো উঠেনা। দুধ দাঁতগুলোই পরবর্তীতে Adult Teeth এর জন্য জায়গা করে দেয়। এভাবেই ধাপে ধাপে মোট ৩২টি দাঁত উঠে। তবে, DNA এর জন্য মানুষের দুইবার এর বেশি দাঁত উঠেনা।
©Omar Faruk Sakib