দাঁত ওঠার এই সময়টাতে মাড়িতে ভীষণ ব্যথা হতে থাকে। বাচ্চাদের দুধ দাঁত খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই সে খেতে শুরু করে। পুষ্টিকর শক্ত খাবার, যার মাধ্যমে শিশুর শারীরিক বৃদ্ধি ঘটে। যতক্ষণ শিশুর মাড়ি যথেষ্ঠ বড় না হয়, ততক্ষণ পর্যন্ত দুধ দাঁত জায়গা ভরিয়ে রাখে।