Nishat Tasnim-
স্পাইডারম্যান তার মাকড়শার মতো ক্ষমতা লাভ করে একটা রেডিওঅ্যাক্টিভ মাকড়শার কামড় খাওয়ার পর। দুর্ভাগ্যবশত মানুষকে এই মাকড়শা কামড় দিলে তেমন কোনো প্রভাব পড়বেনা। বিজ্ঞান প্রতিবেদন মতে, একটি মাকড়শার কামড়ের বিষে প্রায় .00003 থেকে. 000003 mSv রেডিয়েশন থাকে। এতোটুকু রেডিয়েশন মানবদেহের জন্য স্বাভাবিক। তাছাড়া মানুষের মাকড়শার মতো ক্ষমতা অর্জনের জন্য DNA পরিবর্তন করতে হবে, একটি মাকড়শার কামড়ে DNA পরিবর্তন করার ক্ষমতা নেই। এতো ক্ষমতা থাকলে মাকড়শাই মারা যেতো। আর মানুষের মাকড়শার মতো সিল্কের তন্তু তৈরি করাও সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা মাকড়শা যেই জিনের জন্য তন্তু তৈরি করে তা বের করেছেন। বর্তমানে ছাগলের উপর এই জিন প্রয়োগের চেষ্টা চলছে।
তাই আপনি মাকড়শার কামড় খেয়ে স্পাইডার ম্যান হতে পারবেন না।
©Nishat Tasnim (Science Bee Family)