Nishat Tasnim-
আমরা সাধারণত দুইভাবে ইন্টারনেট ব্যবহার করি, সিম কার্ড বা ওয়াই-ফাই। ইন্টারনেট মূলত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সমগ্র বিশ্বে চালিত হয়। মোবাইল টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার থেকে লাইট-সিগনাল(আলোক বার্তা) গ্রহণ করে সেটা প্রক্রিয়াজাত করে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভে পরিণত করে গ্রাহকের কাছে প্রেরণ করে। বৃষ্টির সময় বাতাসের আর্দতা তুলনামূলক বেশি থাকে। তাই বাতাসে জলকণার পরিমাণ বেশি থাকে এবং এগুলো রেডিও ওয়েভকে বাধাগ্রস্ত করে যার ফলে ফ্রিকোয়েন্সী ধীর হয়ে যায় এবং আমরা ধীর ইন্টারনেট পাই।
তবে ওয়াই-ফাই এর ক্ষেত্রে যেহেতু অপটিক্যাল কেবল ইউজ হয়,
বাসার ভেতরের রাউটারে বা সরাসরি ডিভাইসে কানেক্টেড থাকে তাই তেমন সমস্যা হয়না। কিন্ত তার অপটিক্যাল কেবল না হলে এক্ষেত্রেও বৃষ্টির সময় তার দিয়ে আসা ইলেক্ট্রিক সিগনাল বাধাগ্রস্থ হতে পারে। তাছাড়া বৃষ্টির সময় অধিকাংশ লোক ঘরের ভেতর অবস্থান করে, তাই (মোবাইল সিমের ক্ষেত্রে) বেশি মানুষের মধ্যে রেডিও ওয়েভ ভাগ হয়ে যাওয়ায় ইইন্টারনেট ধীর হয়। ওয়াইফাইতে বেশিরভাগই শেয়ারড লাইন ইউজ করায় একই সময় অধিক ব্যাবহারকারী থাকায় সবাই ধীর গতির নেট পায়।
©Warman Hasbi