Hasan Saikat-
বর্ষাকালে বাগানে শামুকের প্রাদুর্ভাব সাধারনত খুব বেশিই দেখা যায়। বৃষ্টিতে শামুক কীভাবে আসে সেটা ব্যাখ্যা না করে আসল কথায় আসি, এরা কি আদৌ ক্ষতিকর কিনা! এধরনের ছোট শামুক সাধারনত গাছের ডাল বা পাতা পর্যন্ত বেয়ে উঠতে পারে। এরা যে স্থানেই থাকুক না কেন, একদম বেসিক দিয়ে ভাবলেও বুঝতে পারবেন এরা ডাল লতাপাতা থেকে নিয়মিত পুষ্টিসমৃদ্ধ রস টেনে নিয়ে ফসলের নিদারুন ক্ষতি সাধন করে। তো কীভাবে দমন করবেন এদের,
শামুক দমনঃ
১) শামুকের চলাচলে বাধা সৃস্টি করতে ডিমের খোসা ভেঙে ছিটিয়ে দিতে পারেন।
২)কপার তার ছড়িয়ে দিতে পারেন।
৩)শামুক সাধারণত স্যাঁতস্যাতে জায়গা পছন্দ করে, আপনার বাগান শুকনো রাখার চেষ্টা করুন।
৪)গাছে সকালে পানি দিলে শামুকের সমস্যা অনেকাংশে কমে যায়।
৫)গাছের নিচ থেকে মরা পাতা তুলে ফেলুন এবং আগাছা তুলে ফেলুন, এরা ডাইরেক্ট সূর্যের আলো পছন্দ করেনা।
৬)মাঝে মধ্যে মাটি খুঁচিয়ে দিন, এর ফলে শামুকের ডিম থাকলে ভেঙে নষ্ট হয়ে যাবে এবং গাছের জন্য উপকার হবে।
৭)প্রতিদিন হাতে কুড়িয়ে দমন করতে পারেন, এক জায়গায় জড়ো করতে পেপের কান্ডের কাটা অংশ টোপ হিসেবে ব্যবহার করতে পারেন।
৮)ছাই ছিটাতে পারেন।
৯)প্রতিদিন কিছু সময় হাঁস, মুরগি, ব্যাঙ ইত্যাদি ছেড়ে দিতে পারেন, এরা শামুক খেয়ে সবার করে দিবে।
১০)কফির গুড়া মাটিতে ছিটিয়ে দিতে পারেন অথবা ঠান্ডা কফি সরাসরি শামুকের উপর স্প্রে করতে পারেন।
১১)আদা ফাঁকি ছিটিয়ে দিতে পারেন।
১২)বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন।
১৩)ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।
১৪)লাইম বা ব্লিচিং পাউডার স্প্রে করা যেতে পারে।
১৫)তামাক পাতার গুড়া যেটা আমরা বলি গুল পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।
১৬)চুনের পানি ব্যবহার করা যেতে পারে।
১৭)মাটিতে দানাদার কীটনাশক প্রয়োগ করা যেতে পারে।
১৮)ছোট কৌটা মাটিতে পুঁতে তার মধ্যে লবন রেখে দিতে পারেন।
১৯)স্যাভলন মেশানো পানি স্প্রে করা যেতে পারে।
২০)ট্যালকম পাউডার ছিটিয়ে দিতে পারেন।
২১)লেবুর রস স্প্রে করতে পারেন।
২২)রসুন ছেঁচে পানিতে ৪/৫ ঘন্টা ভিজিয়ে সেই পানি স্প্রে করতে পারেন।
২৩)১ লিটার পানিতে ১ গ্রাম কপার সালফেট (copper sulphate) স্প্রে করা যেতে পারে। মেটাল ডিহাইড (metaldehyde) ছড়িয়ে দিয়ে কার্যকরভাবে দমন করা যায়। তাছাড়া আইরন ফসফেট (iron phosphate) ছিটিয়ে দিতে পারেন।
২৪)কোনো প্রকার কীটনাশক ব্যবহারের আগে গাছের ডালে উঠে যাওয়া শামুক গুলো ব্রাশ দিয়ে ফেলে দিবেন।
বিঃদ্রঃ যেকোনো ধরণের রাসায়নিক প্রয়োগের সময় গাছের গোড়া থেকে দুরে প্রয়োগ করবেন।