Asif Khan-
আলোর অনুপস্থিতিই হচ্ছে অন্ধকার। তাহলে ধরুন আপনি অন্ধকার স্থানে একটা টর্চের আলো ফেললেন। সেই আলোর বেগ ৩ লক্ষ কিমি/সেকেন্ড। তারপর টর্চ বন্ধ করে দিলেন। আপনার টর্চ হতে নির্গত শেষ আলোকরশ্মিটি সেকেন্ডে ৩ লক্ষ কিমি বেগে বেরিয়ে গেল। যেহেতু সেটি শেষ আলোকরশ্মি ছিলো, তাই তারপর যা আসবে সেটা হলো অন্ধকার। অর্থাৎ আলো যে বেগে যাচ্ছে অন্ধকারও শেষ আলোকরশ্মিটির পেছন পেছন সেই একই বেগে যাচ্ছে, যেহেতু আলোর অনুপস্থিতিই অন্ধকার। অর্থাৎ আলো আর অন্ধকারের বেগ একই।
প্রকৃত অর্থে অন্ধকারের কোনো বেগ নেই। আলো তাড়িতচৌম্বক তরঙ্গ, যার বেগ আছে। আলো না থাকা মানেই অন্ধকার। এর বেশি কিছু নয়!