ঝরণা (Waterfall)
উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে মাটির গভীরে যে পানি জমা হয়, তার সবটা মাটি ধরে রাখতে পারে না। সে পানি যখন চুইয়ে নিচে নামতে থাকে তখন তা কঠিন পদার্থের স্তরে বাঁধা পায়। সেখানে কোনো ফাটল পেলে সে পানি তখন ফাটল দিয়ে তীব্র গতিতে বেড়িয়ে আসে। সাধারণতঃ এভাবেই ঝর্ণার সৃষ্টি হয়। উষ্ণপানির ঝর্ণা কুন্ড নামে পরিচিত। মাটি, পাথর, বালি চুইয়ে আসে বলে ঝর্ণার পানি বিশুদ্ধ থাকে।