Warman Hasbi-
আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, কোন বস্তু পানিতে ফেলার পর, বস্তুটি যে পানি অপসারন করেছে সেই পানির ওজন যদি বস্তুটির নিজের ওজন থেকে কম হয়-তবেই কেবল বস্তুটি পানিতে ডুবে যাবে। আবার পানির ওজন যদি বস্তুটির ওজনের সমান বা বেশি হয়, তবে তা ভেসে উঠবে। সমান ওজনের ক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ পানির একটু নিচে থাকবে।
মানুষের একটি পা দ্বারা অপসারিত পানি মানুষের সমস্ত দেহ ভেসে থাকার জন্য যথেষ্ঠ নয়,পায়ের এই অল্প সার্ফেস এর উপর সমস্ত দেহের চাপ পরে,পা যতটুকু জায়গা বা আয়তন দখল করে সেটুকু পানি সে অপসারণ করে, কিন্তু পায়ের উপর সমস্ত দেহের ওজন পরে যা অপসারিত পানির ওজনের থেকে অনেক বেশি ফলে আর্কিমিডিস এর সূত্র অনুযায়ী ভেসে থাকা অসম্ভব।অপরদিকে পায়ের ঘনত্ব পানির থেকে কিছুটা বেশি,যদি পায়ের ঘনত্ব অনেক কম হত তাহলেও সম্ভব হত(কলা গাছের উপর দাড়ালে যেমন ভেসে থাকে) পায়ের উপর ভর করে ভেসে থাকার।যেহেতু সমস্ত দেহের ঘনত্ব পানির ঘনত্ব এর প্রায় কাছাকাছি বা অল্প বেশি তাই সমস্ত দেহের সার্ফেস পানিতে সমভাবে ছড়িয়ে ব্যালেন্স করে ভেসে থাকা যায়।