Radia Ahmed Lubna-
রেডিওসিনথেসিস হলো জীবিত প্রাণীর দ্বারা, আয়নাইজিং রেডিয়েশনের শক্তি থেকে, একইভাবে সালোকসংশ্লেষণের শক্তির মাধ্যমে নেয়া থিওরী বা তাত্ত্বিক ক্যাপচার এবং মেটাবলিজম। এটা ওষুধ ইন্ডাস্ট্রিতে in vivo drug test এ pharmacokinetic study এর জন্য ব্যবহ্রত হয়ে থাকে ব্যাপকভাবে।
উদাহরন হিসেবে ধরা যাক আপনি কোনো মেডিসিন নিয়ে কাজ করছেন। সেই মেডিসিনের ডেভেলপমেন্টের কাজে যাওয়ার আগে সেটা ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে। দুটো টেস্ট ১. In vivo test ২. In vitro test। ইন ভিভো টেস্ট মূলত রাসায়নিকভাবে পরীক্ষা করা হয়। কোনো রাসায়নিকের কাস্টমাইজড রেডিওসিনথিনেসিস এর মাধ্যমে প্রাণী, মানুষ এবং পরিবেশে এর বিপাক, অবক্ষয় এবং চূড়ান্ত ভাগ্যের মূল্যায়ন করা হয় তত্ত্বীয় ভাবে। এর পর ইন ভিট্রো টেস্টে প্র্যাক্টিক্যালি প্রাণীর ওপর সেটা প্রয়োগ করা হয়। মানে হলো আপনি ব্যবহারিক পরীক্ষা করার আগে থিওরিটিক্যালি একটা ক্যালকুলেশন এবং এর রাসায়নিক ইফেক্ট কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে একটা আইডিয়া এর মাধ্যমে পাবেন এবং পরে সেটার ব্যবহারিক প্রয়োগ করবেন।