রেডিও হলো এক প্রকারের যোগাযোগ ব্যবস্থা যেখানে প্রথমে শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক পরিবর্তী প্রবাহ (AC/ Alternating Current) এ রূপান্তর করা হয় , পরে সেটিকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে পরিণত করে শূন্যমাধ্যমের মধ্য দিয়ে চালনা করা হয়, এবং সেটিকে পুনরায় একই ভাবে শব্দ তরঙ্গে যখন রূপান্তর করা হয় তখন আমরা সেই প্রেরিত শব্দ শুনতে পাই।