ইথানলকে অন্যান্য রাসায়নিক পদার্থ সহযোগে মোটরগাড়ির ইঞ্জিনের জ্বালানিরুপে ব্যবহার করা হলে তাকে পাওয়ার অ্যালকোহল বলে। প্রায় ২০% থেকে ৩০% ইথানলের সাথে পেট্রোল, ইথার, বেনজিন ইত্যাদি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। এটি মোটরযানের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।