কম্বল/জার্সি সাথে ত্বকের ঘষা লাগলে ত্বকের লোম দাঁড়িয়ে যাওয়ার স্থির তড়িৎ (static electricity) সৃষ্টির কারণে।
যদি কম্বলটি উলজাতীয় কাপড় বা সিনথেটিক ফাইবারযুক্ত (পলিয়েস্টার, নাইলন বা মিশ্রিত) কাপড় দিয়ে তৈরি হয়, তবে এই প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এছাড়া এ ধরনের জার্সি কিংবা টি-শার্টে একই প্রভাব লক্ষ্য করা যায়। মূলত ঘর্ষণের সময় কাপড় ও ত্বকের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। সাধারণভাবে, কাপড় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক (-) চার্জিত হয়, আর ত্বক ইলেকট্রন হারিয়ে ধনাত্মক (+) চার্জিত হয়।এতে একটি স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। লোমগুলোও ত্বকের সাথে যুক্ত থাকে ফলে এদের চার্জের পার্থক্যের কারণে লোমগুলোকে টান অনুভব হয় এবং দাঁড়িয়ে যায়। যখন কাপড়টি ত্বকের কাছ থেকে দূরে সরানো হয়, চার্জের পার্থক্য মিটে যায় এবং লোমগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে।