মেট্রোরেলে চলার সময় ২ ভাবে বিদ্যুৎ পেয়ে থাকে। একটি ট্রেনের উপরের তার(Overhead Cable) অন্যটি ট্রাকের লাইন(Third rail)। উভয়ের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। তবে Overhead Cable দিয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫০০ ভোল্টেজের সরাসরি প্রবাহ(DC) থাকে। যার সংস্পর্শে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই নিজের ভালোর জন্যই মেট্রোর ছাদে উঠা উচিত নয়।